ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার দাপট

প্রকাশিত: ০৯:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৯

ওল্ডট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরি এবং সতীর্থদের আরও তিনটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ওল্ডট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৪৯৭ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। জবাবে শুক্রবার তৃতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৭০। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এদিন প্রায় আড়াই ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ১-১এ চলমান পাঁচ টেস্টের এ্যাশেজে এই ম্যাচটা দু’দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেখানে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে আলো ছড়িয়েছেন স্মিথ। ২৪ চার ও ২ ছক্কায় ৩১৯ বলে খেলেছেন ২১১ রানের মনোমুগ্ধকর ইনিংস। সিরিজে মোট ৫৯৮ রান করা স্মিথ এর আগের ম্যাচগুলোতে করেন ১৪৪, ১৪২ ও ৯২ রান। ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরির পথে আরও একাধিক রেকর্ডে নিজের নামটা খোদাই করে নিয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা তুখোড় এই ব্যাটসম্যান। অথচ মুদ্রার উল্টো পিঠ দেখছেন আরেক তারকা ডেভিড ওয়ার্নার। সিরিজে সাত ইনিংসে তার রান ২, ৮, ২, ৫, ৬১ ও ০। ওল্ডট্র্যাফোর্ডে অসিদের বড় সংগ্রহে স্মিথ ছাড়া ভাল ব্যাটিং করেছেন মার্নাস লাবুশেন (৬৭), টিম পেইন (৫৮) ও মিচেল স্টার্ক (৫৪)। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ড ব্রড ৩, জ্যাক লিচ ও ক্রেইগ ওভারটন নিয়েছেন দুটি করে উইকেট।
×