ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই বছর পর বার্সিলোনা ছাড়বেন মেসি!

প্রকাশিত: ০৯:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

 দুই বছর পর বার্সিলোনা ছাড়বেন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার সঙ্গে লিওনেল মেসির আত্মিক সম্পর্ক। অনেকেই মনে করেন কাতালান শিবিরে থেকেই ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্ষুদে জাদুকরের বার্সা ছাড়ার গুঞ্জনও আছে। চাউর হয়েছে, ২০২১ সালে বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে নিজ দেশ আর্জেন্টিনার ক্লাবে যাবেন মেসি। শুক্রবার এমন ইঙ্গিত দিয়েছেন বর্তমানে মেসির বার্সা সতীর্থ জেরার্ড পিকেও। স্প্যানিশ ডিফেন্ডার মনে করেন, মেসি যে কোন সিদ্ধান্ত নিতে পারে। তার সে অধিকার আছে। লা মাসিয়া অধ্যায় শেষে ২০০৪ সালে বার্সিলোনার মূল দলে অভিষেক হয় মেসির। সেই থেকে কাতালানদের সেরা তারকা তিনি। দীর্ঘ ১৫ বছর ন্যুক্যাম্প মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসি যে অন্য ক্লাবে খেলবেন এমনটা হয় তো কেউ স্বপ্নেও দেখে না।
×