ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু বাংলাদেশী যুবাদের

প্রকাশিত: ০৯:১৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

 জয়ে শুরু বাংলাদেশী যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় চলমান অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। শুক্রবার কাতুনায়েকেতে সংযুক্ত আরব আমিরাত অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে আরব আমিরাত ২৮ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। জবাবে ২১.৩ ওভারে ৪ উইকেটে ১২৮ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। রবিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পি. সারা ওভালে নেপাল অনুর্ধ-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। টস জিতে আগে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবারা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামের পেস আক্রমণে প্রথম থেকেই কোণঠাসা হয়ে পড়ে তারা। ২৭ রানেই ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে আলিশান শরাফু ও ওসামা হাসান ৭৫ রানের জুটি গড়েন। আলিশান ৩৯ বলে ৪ চারে ৩৪ রান করার পর তানজিমের তৃতীয় শিকারে পরিণত হন। এরপর একাই লড়ে ওসামা হাসানও শেষ পর্যন্ত ৬৫ বলে ৬ চার ৩ ছক্কায় ৫৮ রান করে রকিবুল হাসানের বলে বোল্ড হলে ১২৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। তানজিম ও রকিবুল ৩টি করে এবং শরীফুল ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৬২ রানের উড়ন্ত উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে। মাত্র ২৭ বলে ৩ চার, ৪ ছক্কায় ৪৫ রান করে সঞ্চিত শর্মার বলে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৩০ রান করে বিদায় নেন। মাহমুদুল হাসান জয় আর তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে এরপর জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশের যুবারা। কিন্তু ১০ রান বাকি থাকতে টানা দুই উইকেট হারায় বাংলাদেশ। হৃদয় ১৮ ও শাহাদাত হোসেন ০ রানে সাজঘরে ফেরেন। তবে মাহমুদুল ৪০ বলে ৪ চারে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ঋষভ মুখার্জী ২ উইকেট নেন। স্কোর ॥ আরব আমিরাত অনুর্ধ-১৯ ইনিংস- ১২৭/১০; ২৮ ওভার (ওসামা ৫৮, আলিশান ৩৪; রকিবুল ৩/২৫, তানজিম ৩/৩৬, শরীফুল ২/১৬)। বাংলাদেশ অনুর্ধ-১৯ ইনিংস- ১২৮/৪; ২১.৩ ওভার (তানজিদ ৪৫, পারভেজ ৩০, মাহমুদুল ২৭*; মুখার্জী ২/২৭)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ তানজিদ হাসান তামিম (বাংলাদেশ অনুর্ধ-১৯)।
×