ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতালি, স্পেনের টানা পাঁচ জয়

প্রকাশিত: ০৯:১৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

 ইতালি, স্পেনের টানা পাঁচ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো বাছাই ফুটবলে নিজ নিজ গ্রুপে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে দুই পরাশক্তি ইতালি ও স্পেন। দু’টি দলই টানা পাঁচটি করে ম্যাচ জিতে ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো ফুটবলের মূলপর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে। বৃহস্পতিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক আর্মেনিয়াকে। আর ‘এফ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। পরশু রাতে অন্যান্য ম্যাচে বসনিয়া ৫-০ গোলে লিচেনস্টেইনকে, ফিনল্যান্ড ১-০ গোলে গ্রিসকে, ডেনমার্ক ৬-০ গোলে জিব্রাল্টারকে, সুইডেন ৪-০ গোলে ফ্যারো আইল্যান্ডকে, নরওয়ে ২-০ গোলে মাল্টাকে পরাজিত করে। ইসরাইল-নর্দান মেসিডোনিয়া ও রিপাবলিক অব আয়ারল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচ ১-১ গোলে ড্র হয়। চোটের কারণে অধিনায়ক জিওর্জিও চিয়েল্লিনি ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেও ছন্দ ধরে রেখেছে ইতালি। টানা পাঁচ ম্যাচ জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে আজ্জুরিরা। আর্মেনিয়ার মাঠে আধিপত্য বিস্তার করে খেলেই সহজ জয় পেয়েছে রবার্টো ম্যানচিনির দল। অবশ্য ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। ১১ মিনিটে কারাপেটিয়ান আর্মেনিয়াকে এগিয়ে নেন। ম্যাচের ২৮ মিনিটে ইতালিকে সমতায় ফেরান আন্দ্রেয়া বেলোত্তি। প্রথমার্ধের শেষদিকে বেলোত্তি বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে বড়সড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথমে গোল করে দলকে এগিয়ে নেয়া কারাপেটিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্মেনিয়া। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে পুরোট সময়ই প্রাধান্য বিস্তার করে খেলে ইতালি। ৭৭ মিনিটে সতীর্থের ক্রসে হেড করে ইতালিকে এগিয়ে নেন লরেন্সো পেলেগ্রিনি। তিন মিনিট পর জয় নিশ্চিত করা গোলটি ইতালির হয়ে করেন বেলোত্তি। আগামী নবেম্বরে ফিরতি লেগে নিজেদের মাঠে আর্মেনিয়ার মুখোমুখি হবে ইতালির। ১৯৬৮ সালে প্রথম ও শেষবারের মতো ইউরো সেরার ট্রফি জেতা আজ্জুরিরা এবার দীর্ঘদিনের খরা ঘোচানোর স্বপ্ন বুনছে। ইতালির মতো জয়রথে আছে স্পেনও। অধিনায়ক সার্জিও রামোসও পাকো আলকাসেরের গোলে দশজন নিয়েও রোমানিয়াকে হারিয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে রোমানিয়ার রক্ষণকে চেপে ধরা স্পেন এগিয়ে যেতে পারতো প্রথম মিনিটেই। তবে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের দুরূহ কোণ থেকে নেয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন স্বাগতিক গোলরক্ষক সিপরিয়ান টাটারুসানু। ২৯ মিনিটে ডিফেন্ডার রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় অতিথিরা। সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে যোগ দেয়া মিডফিল্ডার ডানি সেবাইয়োস ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্প্যানিশরা। এই নিয়ে জাতীয় দলের হয়ে অধিনায়ক রামোস ২১টি গোল করলেন। বিরতির পর শুরুতেই এগিয়ে যায় অতিথিরা। ৪৭ মিনিটে জর্ডি আলবার পাস পেয়ে সহজেই গোল করেন আলকাসের। কোণঠাসা হয়ে পড়া রোমানিয়া ৫৯ মিনিটে ফরোয়ার্ড ফ্লোরিন আন্দোনের হেডে ব্যবধান কমায়। ৭৯ মিনিটে পাল্টা আক্রমণে ছুটে যাওয়া রোমানিয়ার ফরোয়ার্ড পুসকাসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন স্পেনের ফার্নান্ডো লরেন্টে।
×