ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিব ভক্তকে নিরাপত্তাকর্মীরা টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে

প্রকাশিত: ০২:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৯

সাকিব ভক্তকে নিরাপত্তাকর্মীরা টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আর দিনের ১১তম ওভারে প্রথম বল করতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ওভারের তৃতীয় বল করার পরই অন্যরকম এক অভিজ্ঞতা হলো সাকিবের। মাঠে এক দর্শক ঢুকে তাকে ফুলের তোড়া উপহার দিলেন! শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভার সেটি। দ্বিতীয় দিনে সাকিবের প্রথম ওভার। চতুর্থ ডেলিভারির আগে ওই ঘটনা। দৌড়ে সাকিবের কাছে গিয়ে স্যালুট দিয়ে হাঁটুগেড়ে ফুল বাড়িয়ে ধরলেন ওই দর্শক। সাকিব গ্রহণ করলেন উপহার। এরপরই বিপত্তি। ওই দর্শক এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে চাইছিলেন। সাকিব স্বাভাবিকভাবেই চাইছিলেন এড়াতে। হাত দিয়ে ওই দর্শককে বিরত হতে বললেন তিনবার। তখনও দেখা নেই মাঠের কোনো নিরাপত্তাকর্মীর। একটু পর দেখা গেল একজন নিরাপত্তাকর্মীকে ছুটে আসতে। ততক্ষণে ওই দর্শকের বারংবার অনুরোধে সাকিব তাকে জড়িয়ে ধরেছেন কিছুক্ষণের জন্য। এরপর আরও ২-৩ জন নিরাপত্তাকর্মী এলেন। ওই দর্শককে টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষেই বাংলাদেশের ওয়ানডে ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শক ছুটে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরতে। ওই ঘটনায় তখন হইচই হয়েছিল অনেক। নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছিল ব্যাপকভাবে। পুলিশে দেওয়া হয়েছিল ওই দর্শককে। গ্যালারিতে বাড়তি বেড়া লাগানো হয়েছিল। এরপর কিছুদিন মাঠের নিরাপত্তায় একটু কড়াকড়ি ছিল। পরে আবার আলগা হয়ে পড়ে সময়ের সঙ্গে। আজকের ঘটনা সেটাই প্রমান করে।
×