ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্রগ্রাম টেস্টে রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন সাদমান

প্রকাশিত: ০০:২৪, ৬ সেপ্টেম্বর ২০১৯

চট্রগ্রাম টেস্টে রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন সাদমান

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রাম টেস্টের প্রথম দিন শেষে আফগানিস্তানের রান ছিলো ৫ উইকেটে ২৭১। আজ দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগে তারা গুটিয়ে যায় ৩৪২ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে লাঞ্চের আগে ৪ ওভার খেলে সাদমানের উইকেট হারিয়ে করেছে এক রান। বাজে শটে ইনিংসের প্রথম ওভারেই বিদায় নিলেন সাদমান ইসলাম। বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারের সেটি চতুর্থ বল। আফগান পেসার ইয়ামিন আহমাদজাইয়ের বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। পিচ করে অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছিল আরও বাইরে। শট খেলার কোনো কারণই ছিল না। কিন্তু দ্বিধান্বিত পায়ে এত বাইরের বলটিই শরীর থেকে দূরে ডিফেন্স করতে চাইলেন সাদমান। ব্যাটের কানা ছুঁয়ে বল গেল কিপারের গ্লাভসে। চতুর্থ টেস্টে এসে প্রথমবার শূন্য রানে আউট হলেন সাদমান। আগের ৫ ইনিংসে তার সর্বনিম্ন স্কোর ছিল ২৪। বাংলাদেশ প্রথম উইকেট হারাল স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই। আফগানিস্তান আজ গুটিয়ে যায় ৩৪২ রানে। তাইজুলের প্রত্যাশামতো ‘মিরাকল’ হয়নি। তবে আফগানিস্তানকে খুব বেশি দূর যেতেও দেয়নি বাংলাদেশ। দ্বিতীয় দিন সকালে রশিদ খান ফিফটি করলেও আফগানদের আটকে রাখতে পেরেছে সাড়ে তিনশর মধ্যে। ৮৮ রানে দিন শুরু করা আসগর আফগান করতে পারেননি সেঞ্চুরি। ৩৫ রানে শুরু করা আফসার জাজাই পারেননি পঞ্চাশ ছুঁতে। দ্বিতীয় সকালে ২১ ওভার খেলেছে আফগানরা। ৫ উইকেটে যোগ করতে পেরেছে ৭১ রান। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন সকালেও তাইজুল নিয়েছেন প্রথম দুই উইকেট। পরে দুটি উইকেট নিয়েছেন সাকিব। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ১১৭ ওভারে ৩৪২ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, আসগর ৯২, নবি ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪১-৫-১১৬-৪, সাকিব ২২-১-৬৪-২, মিরাজ ২৮-৫-৭৩-১, নাঈম ১৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ৪-০-৯-১, সৌম্য ৪-০-২৬-০, মুমিনুল ৪-০-৯-০, মোসাদ্দেক ১-০-১-০)।
×