ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেনাপ্রধান থাইল্যান্ডে যাচ্ছেন কাল

প্রকাশিত: ১২:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৯

সেনাপ্রধান থাইল্যান্ডে যাচ্ছেন কাল

জনকণ্ঠ ডেস্ক ॥ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল শনিবার রয়েল থাই আর্মির কমান্ডার ইন চীফের আমন্ত্রণে তিনদিনের সফরে থাইল্যান্ড যাবেন। তিনি সেখানে ১৯ দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চীফস্ সম্মেলনে (আইপিএসিসি) যোগ দেবন। এই সম্মেলনে যোগদানের জন্য সেনাবাহিনী প্রধানকে চীফ অব স্টাফ, ইউ এস আর্মি ও ইন্দো-প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে সেনাবাহিনী প্রধান ‘দ্য বিল্ডিং এ্যামাং ইন্দো-প্যাসিফিক ল্যান্ড ফোর্সেস ফর রিস্ক রিডাকশন : দ্য এক্সপিরিয়ান্স অব বাংলাদেশ’ বিষয়বস্তুর ওপর বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া সফরকালে সেনাবাহিনী প্রধান ইন্দো-প্যাসিফিক কমান্ডার ও রয়েল থাই আর্মির কমান্ডার ইন চীফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সফর শেষে আগামী ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। -আইএসপিআর
×