ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রকে ধাক্কার জের

বরিশালে বাস ভাংচুর, সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:১২, ৬ সেপ্টেম্বর ২০১৯

বরিশালে বাস ভাংচুর, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যাত্রীবাহী বাস শ্রমিক ও কলেজ শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর এলাকায় একটি বাস ভাংচুর করে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে বরিশাল-বানারীপাড়া সড়কে প্রায় দুই ঘণ্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা জেলা বাস মালিক সমিতির একটি পরিবহনে ওঠার চেষ্টা করে। এ সময় বাসের শ্রমিক এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছে হামলা চালিয়ে বাসটি ভাংচুর করে শ্রমিকদের মারধর করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-বানারীপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সহপাঠীর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহপাঠীর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। নিহত ছাত্র মাজেদ আহমদ উপজেলার কাসিম আলী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শ্রেণীকক্ষের সামনের সারির বেঞ্চে বসা নিয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার শ্রেণীকক্ষের প্রথম সারিতে বসা নিয়ে স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম ও মাজেদ আহমদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সাইফুল ঘুষি মারে মাজেদকে। এতে মারা যায় মাজেদ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মাজেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×