ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে ॥ মায়ের দণ্ড

প্রকাশিত: ১২:০৫, ৬ সেপ্টেম্বর ২০১৯

বাল্যবিয়ে ॥ মায়ের দণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বেশ ঘটা করেই চলছিল বিয়ের আয়োজন। ধুমধাম, খাওয়া-দাওয়া। আগেই রঙিন সাজে বিয়েবাড়িতে হাজির বরপক্ষ। বাকি শুধু বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা। স্টেজে রীতিমতো বরের অবস্থান। তবে হঠাৎ করেই বিয়েবাড়িতে হাজির পুলিশ। সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি। বুধবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ দেখে আগেই দৌড়ে পালিয়ে যায় বর, কাজী, ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় মেয়ের বাল্যবিয়ে দেয়ার আয়োজন করায় আটক করা হয় কনের মা রহিমা বেগমকে। তাকে থানায় নেয়া হয় রাতেই। সেখানে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক হাজার টাকা অর্থদ- এবং মুচলেকা দিয়ে ছাড়া পান। পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৫ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার স্কাউটের উদ্যোগে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসাবাড়িতে এডিস মশা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এডিস মশা প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। কেশবপুর শহরের পাবলিক মাঠ থেকে এই কার্যক্রম শুরু করা হয়। ৭০টি প্রাথমিক, স্কুল ও মাদ্রাসার ৪শ’ ৭৮ কাব-স্কাউটস পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগণ এ অভিযানে অংশগ্রহণ করে। দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তারা ৬ হাজার ৪শ’ ৩৫টি বাসাবাড়িতে মশা প্রতিরোধের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
×