ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার ॥ আটক ৫

প্রকাশিত: ১২:০৫, ৬ সেপ্টেম্বর ২০১৯

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার ॥ আটক ৫

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ সেপ্টেম্বর ॥ এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে নির্যাতনের স্বীকার ছাত্রটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, সদর উপজেলার গৌরীপুর মেহেরুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বলাৎকার করে একই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছাত্রটির পরিবারের লোকজন বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা উল্টো শিক্ষার্থীর পরিবারকে হুমকি দেয়। নিরুপায় হয়ে স্বজনরা সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রসার সেক্রেটোরি মোফাচ্ছের আলীসহ ৫ জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত শাহাদৎ হোসেন পালিয়ে যায়। মাতামুহুরী সেতুর দুই এপ্রোচ অংশে শতাধিক স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় নির্মাণ কাজের শুরুতে বৃহস্পতিবার নতুন মাতামুহুরী সেতুর দুই এপ্রোচ অংশে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেতু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চালানো অভিযানে চকরিয়া পৌরশহরের পুরনো বাসস্টেশন এবং মাতামুহুরী নদীর দুই অংশের শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে অনেকের অভিযোগ করেছেন, আমাদের জায়গা অধিগ্রহণ করা হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি। এ নিয়ে ভুক্তভোগী লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উচ্ছেদ অভিযানকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে অনেকের বাগ্বিত-াও হয়েছে।
×