ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে স্কুল মাঠে পানি ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ১২:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৯

বেলকুচিতে স্কুল মাঠে পানি ॥ চরম ভোগান্তি

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ তাঁতশিল্প সমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী ক্রিকেট, ফুটবল খেলাসহ বিভিন্ন বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। বন্যার পানি আটকে থাকায় খেলার মাঠটি বছরের ৫ মাস জলাবদ্ধ থাকার কারণে শিক্ষার্থীদের এ সমস্যা হচ্ছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে অথবা অনেক রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। এ সমস্যার বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি হাজী ফিরোজ হাসান অনিক ও প্রধান শিক্ষক আব্দুস সালাম খান প্রতিনিয়ত উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অথচ এর কার্যকর ভূমিকা পালন করা হয়নি। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খান সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। জলাবদ্ধতার বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অপরদিকে একই ক্যাম্পাসের পূর্ব পাশে খুকনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অনুরূপ সমস্যা ভোগ করছে বলে প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন জানান। নেত্রকোনায় সাপের কামড়ে দুই যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ সেপ্টেম্বর ॥ দু’টি স্থানে সাপের কামড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও পালপাড়া গ্রামের রুবেল মিয়া (২০) এবং সদর উপজেলার কান্দুলিয়া গ্রামের চন্দন দাস (২৫)। জানা গেছে, কলমাকান্দার তেলিগাঁও পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিম খানের ছেলে রুবেল মিয়াকে বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল দিনমজুর ছিলেন। অপরদিকে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামের চন্দন দাস বুধবার রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা গ্রহণের পর রাতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হলে তাকে ফের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×