ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত

প্রকাশিত: ১২:০২, ৬ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা,৫ সেপ্টেম্বর ॥ নীমতলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় দায়ে বিএসএফের গুলিতে নাজিম উদ্দিন (৩৫) নামের এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহত নাজিম সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের গাঙপাড়ার তারু ম-লের ছেলে। নাজিম উদ্দিনের স্ত্রী রেহানা পারভীন জানান, তার স্বামী বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারপর এদিন দুপুরে লোকমুখে জানতে পারেন তার স্বামীর গুলিবিদ্ধ লাশ বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৪-৭৫ নম্বর প্রধান খুঁটির কাছে ভারতের ভেতর পড়ে আছে। চোরাকারবারি নাজিম উদ্দিন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন ওই এলাকায় দায়িত্বরত চুয়াডাঙ্গা পুলিশের ডিএসবি সদস্য। তিনি বলেন, নিহত নাজিম উদ্দিন অবৈধভাবে ভারতে গিয়ে চোরাপথে ফেন্সিডিল এনে দেশে বিক্রি করত। বৃহস্পতিবার সকালে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাটি এদিন দুপুরে তার গোচরে আসে। ৫৮-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান বলেন, ভারত সীমান্তে চোরাকারবারি নিহতের ঘটনা শোনার পর ঘটনাস্থলে বিজিবি সদস্যরা পৌঁছলে ভারতের অভ্যন্তরে লাশটি পড়ে থাকতে দেখা যায়নি। সাতক্ষীরায় বিদ্যুত স্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তুষের কাঠ তৈরির মিলে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঝাউডাঙ্গায় এ ঘটনা ঘটে। সাইদুর রহমান সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের রামেরডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। জানা গেছে, সাইদুর ঝাউডাঙ্গায় তুষকাঠ তৈরির মিলে শ্রমিকের কাজ করত।
×