ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০২৪-এর মধ্যে সিএমএসএমই অর্থায়ন ২৫ শতাংশে উন্নীত করতে হবে

প্রকাশিত: ১১:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৯

২০২৪-এর মধ্যে সিএমএসএমই অর্থায়ন ২৫ শতাংশে উন্নীত করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা নিট ও অগ্রিম ঋণ স্থিতির মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে (সিএমএসএমই) নিট ঋণ ও অগ্রিম স্থিতির পরিমাণ প্রতিবছর ১ শতাংশ বৃদ্ধিসহ ২০২৪ সালের মধ্যে ২৫ শতাংশে উন্নীত করতে হবে। সিএমএসএমই খাতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে বৃহস্পতিবার মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে এ তথ্য দেয়া হয়েছে। সিএমএসএমই অর্থায়ন নিয়ে এ পর্যন্ত জারি করা নির্দেশনাসমূহ একীভূত করে সার্কুলারটি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। সার্কুলারে সিএমএসএমইর সংজ্ঞা ও ঋণ সীমা, সিএমএসএমই অর্থায়ন, নারী উদ্যোগ, অগ্রাধিকার খাত, ঋণ আবেদন ও মঞ্জুর প্রক্রিয়া এবং পুনঃঅর্থায়ন স্কিম সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সার্কুলার অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতি বছর জানুয়ারি মাসের শেষ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ববর্তী বছরে নিট ঋণ ও অগ্রিম স্থিতির ভিত্তিতে সিএমএসএমই ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগকে অবহিত করবে। এতে বলা হয়, সিএমএসএমই অর্থায়নে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পৃথক ব্যবসায়িক কৌশল প্রণয়ন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও বিভিন্ন অর্থনৈতিক খাতের প্রকৃতি অনুযায়ী ঋণ ও আমানতের উদ্ভাবনীমূলক পণ্য উন্নয়ন ও বিপণন করতে হবে। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিএমএসএমই কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়, সিএমএসএমইর কুটির উপখাতের উৎপাদনশীল শিল্প সর্বোচ্চ ১৫ লাখ টাকা ঋণ পাবে।
×