ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর

প্রকাশিত: ১১:৫১, ৬ সেপ্টেম্বর ২০১৯

বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ অডি, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির মালিকদের কর ফাঁকি খুঁজতে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে ৮৯২টি বিলাসবহুল গাড়ির মালিককে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, আয়কর ফাইল খতিয়ে দেখতে বিভিন্ন অঞ্চলের কর কমিশনারদের চিঠি দেয়া হয়েছে। এনবিআরের সাবেক এক সদস্য বলছেন, এর ফলে সামনে আসতে পারে আয়কর ফাঁকির বড় বড় ঘটনা। রাজধানী অথবা দেশের বড় বড় শহরের মলিন রাস্তাঘাটে হঠাৎ সগৌরবে উপস্থিতি জানান দেয় অডি, বিএমডব্লিউ আর জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি। বিআরটিএ থেকে এইসব বিলাসবহুল গাড়ির ৮৯২ জন মালিককে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তাদেরই আয়কর ফাইলে কি আছে তা খতিয়ে দেখতে যায় এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলছেন, যারা একাধিক গাড়ি ক্রয় করেছ এবং কর দিচ্ছে না তাদের মারা খুঁজে বের করতেছি। আয়কর ফাইল খতিয়ে দেখতে বিভিন্ন অঞ্চলের কর কমিশনারদের চিঠি দেয়া হয়েছে। বাংলাদেশে গাড়ি আসে সাধারণত সমুদ্র বন্দর দিয়ে। ঢাকার শো-রুমেও হরহামেশাই দেখা মিলছে এইসব গাড়ির। প্রকাশ্যে বেচাকেনায় কর ফাঁকি দেয়া কতটা সম্ভব? এনবিআরের সাবেক সদস্য ড. সৈয়দ আমিনুল করিম বলেন, যিন গাড়ি আনছেন, তিনি কাস্টম ডিউটি ঠিকই দিচ্ছেন। কিন্তু তার আয়কর নথিতে এটা দেখানো নাই। এছাড়া আয়কর রিটার্নে যে আয় দেখিয়েছেন তার পরিমাণ অল্প দেখিয়েছেন। এখানে কর ফাঁকি ধরা পড়ার ভাল একটা সম্ভাবনা আছে। এর আগে বেশ কয়েকবার এ রকম উদ্যোগ নিলেও প্রভাবশালীদের চাপে তা থেমে যায় মাঝপথেই। এনবিআরের সাবেক সদস্য ড. সৈয়দ মোঃ আমিনুল করিম বলছেন, কাজটা ঠিকমতো করতে পারলে বেরিয়ে আসবে কর ফাঁকির নানা অজানা তথ্য। গাড়ি খুঁজতে গিয়ে দেখা যাবে তাদের আরও অনেক অপ্রকাশিত সম্পত্তি রয়েছে। বড় বড় কর দাতা যারা কর ঠিকমতো দিচ্ছে না তা বেরিয়ে আসবে। এনবিআরের কয়েকটি সূত্র বলছে ইতোমধ্যেই বিলাসবহুল গাড়ির মালিকদের কর ফাঁকির কয়েকটি ঘটনা চিহ্নিত করতে পেরেছেন মাঠ কর্মকর্তারা।
×