ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা উচিত ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১১:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৯

পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা উচিত ॥ গণপূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ সেপ্টেম্বর ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, দলমত নির্বিশেষে সকলে মিলে সহযোগিতা করলে পিরোজপুরের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলীয় মত পার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করব। কিন্তু পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ, মানুষ মরণশীল। মৃত্যুর পরও যেন মানুষের মাঝে বেঁচে থাকা যায় সেজন্যই আমাদের সবার ভাল কিছু করে যাওয়া উচিত। পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার ব্যাপক উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছে সরকার। এর মধ্যে জেলার নেছারাবাদ উপজেলার সঙ্গে নাজিরপুর উপজেলা হয়ে পিরোজপুর সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সন্ধ্যা নদী, তালতলা নদীতে ব্রিজ, কালভার্টসহ রাস্তা তৈরির সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যেই শেষ হয়েছে। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধিরা যার যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষদের নিয়ে একত্রে কাজ করতে হবে।
×