ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সেবা দিচ্ছে’

প্রকাশিত: ১১:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৯

‘সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সেবা দিচ্ছে’

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আমিই কিন্তু প্রথম বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক নিয়ে গবেষণা করি। এখন সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সেবা দিচ্ছে, যা আমার চেষ্টার ফল, বাংলাদেশ সরকার তথা শেখ হাসিনার সরকার এটি বাস্তবায়ন করেছে। সরকারের নীতিমালা, পরিকল্পনা, লক্ষ্য, কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সরকারের কর্মকর্তারা কাজ করছেন। জেলা পর্যায়ে সরকারের কর্মকর্তারাই কিন্তু সরকার এবং জনগণের মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করে থাকেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব বিষয়ে মনিটরিং করে থাকেন সরকারী কর্মকর্তারা। বৃহ¯পতিবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)।
×