ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পারিবারিক কলহের জেরে ৫ বছরের শিশুকে ঝলসে দিলেন মা

প্রকাশিত: ১১:১৭, ৬ সেপ্টেম্বর ২০১৯

পারিবারিক কলহের জেরে ৫ বছরের শিশুকে ঝলসে দিলেন মা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ সেপ্টেম্বর ॥ ইন্দুরকানীতে মায়ের অভিমানের আগুনে ঝলসে গেল শিশু লিপি আক্তার (৫)। উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের ইসমাইল হোসেন চৌকিদারের কন্যা লিপি আক্তারকে নিজের গর্ভধারিণী মা নাজমা বেগম (২৮) গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে ঝলসে দিয়েছেন। স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য লাকি বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদার বাসায় যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পুত্রবধূ নাজমার সঙ্গে শ্বশুর হাবিবুর রহমানের পরিবারের দীর্ঘদিন পর্যন্ত ঝগড়া বিবাদ লেগেছিল। তাই নিজ মেয়ে হালিমাকে দাদা- দাদির কাছে যেতে বারণ করেছিল মা নাজমা বেগম। কিন্তু মেয়ে বুধবার বিকেলে মায়ের অজান্তে দাদা-দাদির বাড়ি গেলে মা নাজমা বেগম ক্ষিপ্ত হয়ে নিজে গরম খুন্তি দিয়ে মেয়েকে আঘাত করেন। এতে শিশু লিপির শরীরের কয়েক জায়গায় ঝলসে যায়। বুধবার সকালে মেয়েকে নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান মা নাজমা বেগম। বর্তমানে শিশুটি কিছুটা সুস্থ রয়েছে। মেয়েব বাবা ইসমাইল হোসেন ফেনী জেলায় দোকানে কাজ করেন। তিনি মুঠোফোনে জানান, আমার স্ত্রী নাজমার মাথায় কিছুটা সমস্যা রয়েছে। মাঝে মাঝে এমনকিছু করে বসেন। আমি বাড়ি আসতেছি। শিশুটি বালিপাড়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। মা নাজমা বেগম ঘটনার পর বার বার মুর্ছা যাচ্ছেন। তিন বলেন, কি করে কি করলাম আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা আমার মেয়েকে ভাল করে দিন। অভিযুক্ত মা নাজমা বেগম জানান, আমার শ্বশুর-শাশুড়ি প্রায়ই আমাকে অত্যাচার করতেন। এসবের কারণে আমি আলাদা ঘরে বসবাস করি। শাশুড়ির অত্যাচারের কারণে আমার মাথা ঠিক রাখতে না পেরে মেয়ে লিপির ওপর আঘাত করেছি। এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি মৌখিকভাবে শুনে খবর নিয়ে জেনেছি মেয়েটি তার দাদির কাছে যাওয়ায় মা ক্ষিপ্ত হয়ে এমনভাবে মারধর করেছে।
×