ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্তানদের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মারা গেল ২ শিশু

প্রকাশিত: ১১:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৯

সন্তানদের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মারা গেল ২ শিশু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ সেপ্টেম্বর ॥ পারিবারিক কলহকে কেন্দ্র করে সদর উপজেলার রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে দুই সন্তানের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। এতে দুই শিশু সন্তানের মৃত্যু হলেও বেঁচে আছেন মা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। আত্মহত্যার চেষ্টাকারী মা নুরবানুর স্বামী সেলিম উদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে তিনি প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। মাঠে কাজ করার সময় স্থানীয়রা তাকে জানায়, তার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে। এমন খবর পেয়ে তিনি ও তার পরিবারের লোকজন তিনজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট ছেলে নুরজামালকে (১৮ মাস) মৃত ঘোষণা করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বড় মেয়ে শাম্মী আক্তার (৬) বিষক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মায়ের অবস্থাও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং ১৮ মাসের শিশু নুরজামাল হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছে। পুলিশ ও পরিবারের স্বজনেরা জানান, বুধবার রাতে পারিবারিক সমস্যা নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় নুরবানুর। বৃহস্পতিবার সকালে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরেই নুরবানু তার দুই শিশু সন্তানের ও নিজের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ছোট ছেলে নুরুজ্জামানকে এবং চিকিৎসার এক পর্যায়ে দুপুরে বড় মেয়ে শাম্মী আক্তারকে মৃত ঘোষণা করেন। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, স্বামী-স্ত্রী ও শাশুড়ির ঝগড়ার কারণে দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তার স্ত্রী। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে পুলিশ। তবে তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা।
×