ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় বাসচাপায় এক সঙ্গীত পরিচালকসহ দুজন নিহত

প্রকাশিত: ১১:১৩, ৬ সেপ্টেম্বর ২০১৯

ঢাকায় বাসচাপায় এক সঙ্গীত পরিচালকসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলামোটরে বাসের চাকায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায়ের পা হারানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক সঙ্গীত পরিচালক এবং নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তুরাগ ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে সঙ্গীত পরিচালক পারভেজ রব (৫৬) ও বনানীর চেয়ারম্যানবাড়ী-আমতলী মূল সড়কে বাসের ধাক্কায় ফারহানা আক্তার (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় কাউসার মোস্তফা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর তুরাগে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় সঙ্গীত পরিচালক পারভেজ রব (৫৬) নিহত হয়েছেন। তিনি কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে জানান, সকালে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে থেকে বাসে উঠছিলেন পারভেজ রব। এ সময় অপরদিক থেকে ভিক্টর পরিবহন নামে আরেকটি বাস এসে তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। পরে শহীদ সোহরাওয়র্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ রবকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি মোক্তাকিম। এদিকে একইদিন সকালে মহাখালী আমতলী পশ্চিম পাশে ফ্লাইওভারের ঢালে মিরপুর-১৪ ক্যান্টনমেন্ট চলাচলকারী মিনি ক্যান্টনমেন্ট পরিবহনের বাস ফারহানা আক্তার ও মোস্তফা নামে দুই পথচারীকে চাপা দেয়। এতে গুরুতর আহত দু’জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারহানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, নিহত ফারহানা মহাখালীর আমতলী এলাকায় গ্লোবাল নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মহাখালী আমতলীর পশ্চিম পাশে ফ্লাইওভারের ঢালে রাস্তার ঢালে এই মমার্ন্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিরপুর-১৪ ক্যান্টনমেন্ট চলাচলকারী মিনি ক্যান্টনমেন্ট পরিবহনের বাসটিকে জব্দ করা গেলেও চালকও হেলপারকে আটক করা যায়নি। ঘাতক বাসের চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে। ডিএমপির ট্রাফিক উত্তরের মহাখালী জোনের সহকারী কমিশনার সুবির রঞ্জন দাশ জানান, সাড়ে ৯টার দিকে ক্যান্টমেন্ট ঢোকার সময় বাসটি ফুটওভার ব্রিজের ঠিক কাছেই ওই নারীসহ দু’জনকে চাপা দেয়। পথচারীরা দৌঁড়ে আমতলী ট্রাফিক বক্সে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে পালিয়ে যায় বাসটির চালক। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বনানী থানা পুলিশকে খবর দেয়া হলে বাসটিকে জব্দ করে। নিহত ফারহানা এক সন্তানের জননী। তিনি পরিবার নিয়ে রাজধানীর মিরপুর মনিপুর এলাকায় থাকতেন। তার স্বামীর নাম নাজমুল হাসান। গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
×