ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী হাই স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

প্রকাশিত: ১১:১১, ৬ সেপ্টেম্বর ২০১৯

সরকারী হাই স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে আজ অনুষ্ঠিত হবে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর বারোটা পর্যন্ত। ঢাকা মহানগরীর ১৭০ কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় এক হাজার ৩৭৫ পদের জন্য আবেদন করেছেন দুই লাখ ৩৫ হাজার ২৯৩ চাকরিপ্রার্থী। এদিকে পরীক্ষা নির্বিঘœ করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে পিএসসি। পরীক্ষা চলাকালীন হলের ভেতরে-বাইরে শৃঙ্খলা রক্ষায় থাকবে মোবাইল কোর্ট। এজন্য ১৯০ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষক সঙ্কটে পড়েছে প্রতিষ্ঠানগুলো। আবার রাজধানীসহ কোন কোন এলাকায় কিছু প্রতিষ্ঠানে পদের অতিরিক্ত শিক্ষক থাকলেও মফস্বলের স্কুলগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নেই। অন্যদিকে আইসিটি বিষয়ে শিক্ষকের কোন পদই নেই। ফলে মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ উঠেছে। কমিশন সূত্র জানায়, আজকের পরীক্ষায় প্রার্থীদের দুই শ’ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। কমিশনের এক সদস্য বুধবার জনকণ্ঠকে বলেন, এখন পিএসসির সব পরীক্ষাই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কোন ধরনের বিতর্ক ছাড়াই হচ্ছে। এ ধারা সব পরীক্ষাতেই অব্যাহত থাকবে বলে মনে করে পিএসসি। নিয়োগ পরীক্ষা চলার সময় হলের ভেতরে ও বাইরের শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ জন্য ১৯০ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা দেয়া হয়েছে। তারা মোবাইল কোর্ট আইন অনুযায়ী ‘পাবলিক এক্সামিনেশন্স (অফেন্সেস) এ্যাক্ট ১৯৮০’ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। প্রশ্নপত্রে ‘সেফুদা’, প্রভাষক দোষী সাব্যস্ত ॥ ফেসবুক লাইভে বিভিন্ন বিষয়ে আপত্তিকর বক্তব্য রাখা সেফুদাকে নিয়ে প্রশ্নপত্র তৈরি করায় দোষী সাব্যস্ত হয়েছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক মুহাম্মদ জাহিনুল হাসান। ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রে ওই প্রশ্ন রাখায় জাহিনুলকে দোষী সাব্যস্ত করেছে তদন্ত কমিটি। ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক জাহিনুল হাসান ’১২ সালের ১ ফেব্রুয়ারি রাজউক উত্তরা মডেল কলেজে যোগ দেন। গত জুলাই মাসে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র (সৃজনশীল) প্রণয়নের দায়িত্ব পান তিনি। জাহিনুল হাসান ওই প্রশ্নপত্রের ১ক নম্বর প্রশ্নের উদ্দীপক অংশে ‘সেফুদা’ প্রসঙ্গ অবতারণা করে প্রশ্নপত্র প্রণয়ন করেন। এই প্রশ্নপত্রে গত ৭ জুলাইয়ে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা হয়। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এরপর ৯ জুলাই জাহিনুল হাসানকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি করে কর্তৃপক্ষ।
×