ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০২৪’র মধ্যে সিএমএসএমই অর্থায়ন ২৫ শতাংশে উন্নীত করতে হবে

প্রকাশিত: ০৮:০৮, ৫ সেপ্টেম্বর ২০১৯

২০২৪’র মধ্যে সিএমএসএমই অর্থায়ন ২৫ শতাংশে উন্নীত করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা নীট ও অগ্রিম ঋণ স্থিতির মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে (সিএমএসএমই) নীট ঋণ ও অগ্রিম স্থিতির পরিমাণ প্রতিবছর ১ শতাংশ বৃদ্ধিসহ ২০২৪ সালের মধ্যে ২৫ শতাংশে উন্নীত করতে হবে। সিএমএসএমই খাতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে বৃহস্পতিবার মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে এ তথ্য দেওয়া হয়েছে। সিএমএসএমই অর্থায়ন নিয়ে এ পর্যন্ত জারি করা নির্দেশনাসমূহ একীভূত করে সার্কুলারটি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। সার্কুলারে সিএমএসএমইর সংজ্ঞা ও ঋণ সীমা, সিএমএসএমই অর্থায়ন, নারী উদ্যোগ, অগ্রাধিকার খাত, ঋণ আবেদন ও মঞ্জুর প্রক্রিয়া এবং পুনঃঅর্থায়ন স্কিম সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
×