ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএমডব্লির মতো বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর

প্রকাশিত: ০৮:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৯

বিএমডব্লির মতো বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ অডি, বিএমডব্লির মতো বিলাসবহুল গাড়ীর মালিকদের কর ফাঁকি খুঁজতে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে ৮৯২ টি বিলাসবহুল গাড়ির মালিককে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, আয়কর ফাইল খতিয়ে দেখতে বিভিন্ন অঞ্চলের কর কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে। এনবিআরের সাবেক এক সদস্য বলছেন, এর ফলে সামনে আসতে পারে আয়কর ফাঁকির বড় বড় ঘটনা। রাজধানী অথবা দেশের বড় বড় শহরের মলিন রাস্তাঘাটে হঠাৎ সগৌরবে উপস্থিতি জানান দেয় অডি, বিএমডব্লিউ আর জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি। বিআরটিএ থেকে এইসব বিলাসবহুল গাড়ির ৮৯২ জন মালিককে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তাদেরই আয়কর ফাইলে কি আছে তা খতিয়ে দেখতে যায় এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলছেন, যারা একাধিক গাড়ি ক্রয় করেছ এবং কর দিচ্ছে না তাদের মারা খুঁজে বের করতেছি। আয়কর ফাইল খতিয়ে দেখতে বিভিন্ন অঞ্চলের কর কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশে গাড়ি আসে সাধারনত সমুদ্র বন্দর দিয়ে। ঢাকার শো-রুমেও হরহামেশাই দেখা মিলছে এইসব গাড়ির। প্রকাশ্যে বেচাকেনায় কর ফাঁকি দেওয়া কতোটা সম্ভব?
×