ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তিরক্ষা মিশনে তৃতীয় বাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৯

 শান্তিরক্ষা মিশনে তৃতীয় বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতপূর্ণ এলাকায় জাতিসংঘের নিয়োজিত শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে বর্তমানে বাংলাদেশের সশস্ত্রবাহিনী তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলানিউজ জানায়, বুধবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এ বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়। পরে সংসদের গণসংযোগ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়। এতে জানানো হয় যে, বর্তমানে শান্তিরক্ষী প্রেরণের দিক থেকে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের ৫৮৫৬ জন শান্তিরক্ষী সাতটি দেশের নয়টি মিশনে নিয়োজিত রয়েছেন। একাদশ সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি তৃতীয় বৈঠক। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য মুহাম্মদ ফারুক খাঁন প্রমুখ।
×