ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্বল পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১০:৪২, ৫ সেপ্টেম্বর ২০১৯

 দুর্বল পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ দুর্বল পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল’ (বিডিসি) আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সঙ্কট নিরসনের উপায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, রোহিঙ্গা সমস্যা একটি জাতীয় সমস্যা। এটি কোন একটি রাজনৈতিক দলের সমস্যা নয়। তাই এটি সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের রোহিঙ্গার মতো সমস্যা অনেক দেশেই আছে। ৭১ সালে আমরাও ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলাম। ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের পর আমরা নিজেরাই সে দেশ থেকে চলে এসেছি। আমাদের কারো জোর করে পাঠাতে হয়নি। অথচ যে রোহিঙ্গারা এসেছে তাদের ২ বছরেও প্রত্যাবাসন করতে পারছে না সরকার। সরকারের পররাষ্ট্রনীতিতে ‘ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকার কারণেই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। রোহিঙ্গা প্রশ্নে কোন মতবেদ না হয়ে একমত, একপথ, একচিন্তা, এক পদক্ষেপ এটা যদি ঠিক করা যায় তাহলে আমরা বহির্বিশ্বকেও চাপের মুখে ফেলতে পারব। এখনও আদালতে গেলে ভাবি জামিন মনে হয় দিবে না। আর ক্ষমতায় না থাকলে কনস্টেবল এসেও মাথায় বাড়ি দেবে। সুতরাং এই যে বৈষম্য নাগরিকতার ক্ষেত্রে এই বৈষম্যগুলোই আজকের অস্থিরতা শেষ সীমায় পৌঁছে গেছে। আয়োজক সংগঠনের সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।
×