ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

প্রকাশিত: ১০:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৯

 কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বুধবার দুপুরে ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টাব্যাপী এ বৈঠকে রোহিঙ্গা সমস্যা, খালেদা জিয়া ও ব্যারিস্টার মঈনুল হোসেনের মুক্তি ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশক’টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রদূতদের সঙ্গে দেশের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলাপ করেছি। তারা আমাদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের দিক থেকে তা তুলে ধরেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কি রকম নির্বাচন হয়েছে- তা আপনারা জানেন, তারাও জানেন। বিদেশীরা আমাদের বক্তব্য শুনেছেন।
×