ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে বিমানের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ১০:৩৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

 দুর্নীতির অভিযোগে বিমানের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি, অদক্ষতা ও দায়িত্বহীনতার অভিযোগে বিমান প্রকৌশল বিভাগের দুই শীর্ষ কর্মকতাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পরিচালক গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাজ্জাদুর রহিম ও প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবাল। এদিকে মঙ্গলবার রাতের পর্ষদ বৈঠকে বিমানের এমডি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলেও সেটা ঘোষণা দেয়া হয়নি। কৌশলগত কারণে আপাতত তা গোপনই রাখা হচ্ছে। তবে মন্ত্রণালয়ের ্অতিরিক্ত সচিব পদমর্যাদার একজনকেই আপাতত বিমানের এমডি পদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। জানতে চাইলে সচিব মহিবুল হক বলেন, অপেক্ষা করুন। সময় হলে সবই জানতে পারবেন। এই মুহূর্তে বিমানের জন্য যেটা ভাল সেটাই করা হবে। জানা গেছে, বিকাল থেকে শুরু হওয়া রাত দশট অবধি ওই বৈঠকে কিছু এজেন্ডা ছিল। এর মধ্যে প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিমের ব্যর্থতা ও দায়িত্বহীনতার বিষয়টি ব্যাপক আলোচনা হয়। এ ছাড়া ইজিপ্ট এয়ার থেকে লিজে নেয়া দুুটো বোয়িংয়ের কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগটিও আলোচনার শীর্ষে আসে। এ নিয়ে চরম ক্ষুব্ধ হয় অধিকাংশ পর্ষদ সদস্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় তাদের দু’জনকেই বরখাস্ত করার। মিসরের ইজিপ্ট এয়ারের কাছ থেকে লিজ নেওয়া দুটি উড়োজাহাজ ফেরত সংক্রান্ত বিষয়ে গাফিলতির কারণেই মূলত এ সিদ্ধান্ত নেয় বিমান পরিচালনা পর্ষদ। বিমান পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য ও বিমান মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক জানিয়েছেন, এটা সর্বসম্মতিক্রমেই করা হয়েছে। সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ এপ্রিল চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকৌশল) পদে নিয়োগ পান গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিম। অন্যদিকে বিমানের স্থায়ী নিয়োগপ্রাপ্ত গাজী মাহমুদ ইকবাল প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) পদে দায়িত্ব পালন করছেন। গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিম প্রকৌশল বিভাগের পরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে ২০১৭ সালের ২ মে থেকে ২০১৮ সালের ৪ এপ্রিল পর্যন্ত এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন গাজী মাহমুদ ইকবাল।
×