ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩৪ টিভি চ্যানেলের জন্য ১ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০:৩৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

 ৩৪ টিভি চ্যানেলের জন্য  ১ অক্টোবর বঙ্গবন্ধু  স্যাটেলাইটের সেবা  উদ্বোধন প্রধানমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের সকল টিভি চ্যানেল আগামী ১ অক্টোবর থেকে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ (বিএস)-এর ফিড ব্যবহার করে পূর্ণাঙ্গ অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বুধবার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ অক্টোবর দেশের ৩৪ টিভি চ্যানেলের সবকটিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর সেবা অনুষ্ঠানিকভাবে চালু করবেন। তিনি বলেন, সম্প্রতি স্থানীয় চ্যানেলগুলো বিএস-১-এর মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। আরও ১৫ টিভি চ্যানেল শীঘ্রই তাদের সঙ্গে যোগ দিবে। ড. মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যেই বিএস-১-এর ৪০ শতাংশ সক্ষমতা বিক্রি করে দিয়েছি। আগামী দিনগুলোতে বাকি সক্ষমতা বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বেসরকারী টিভি চ্যানেল মালিক এ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। তারা বলেন, আগামী ১ অক্টোবর বিএস-১-এর মাধ্যমে তারা সকল বেসরকারী টিভি চ্যানেলের সম্প্রচার কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছেন। পাশাপাশি বিসিএসসিএল টিভি চ্যানেল মালিকদের খরচ কমিয়ে আনতে আর্থস্টেশনের পরিবর্তে গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে সকল টিভি চ্যানেল সংযুক্ত করেছে। ফরাসী উৎপাদনকারী প্রতিষ্ঠান থ্যালেস এ্যালেনিয়া স্পেস গত বছরের নবেম্বরে বিএস-১-এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিসিএসসিএল-এর কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়।
×