ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা ভার্সিটির প্রকল্প দেখে প্রধানমন্ত্রীর সন্তোষ

প্রকাশিত: ১০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

 শেখ হাসিনা ভার্সিটির প্রকল্প দেখে প্রধানমন্ত্রীর সন্তোষ

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের মহাপরিকল্পনার ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক বৈঠকে তার নামের এই প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন। -খবর বিডি নিউজের। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। ৫০০ একর জমির ওপর দুই হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ ২০২১ সালে শেষ হবে। সেখানে চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পাবে, যার মধ্যে দুই হাজার ছাত্র, দুই হাজার ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে থাকবে ২০ বিভাগ, ২০০ শিক্ষক ও ৩৫০ কর্মকর্তা-কর্মচারী। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, সিন্ডিকেট সদস্য ড. ফকরুল আলম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী নাসির, ট্রেজারার ড. সুব্রত কুমার আদিত্য, রেজিস্টার কাজী নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
×