ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসার জানালায় জাদুঘর

প্রকাশিত: ১০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

 বাসার জানালায়  জাদুঘর

সুইজারল্যান্ডের বাসেল শহরে তৈরি হয়েছে ছোট একটি জাদুঘর। সেটিই এখন বিশ্বের ক্ষুদ্রতম জাদুঘর। স্থানীয় ভাষায় জাদুঘরটিকে বলা হয় ‘হুসেসাগ মিউজিয়াম’, ইংরেজীতে যার অর্থ দাঁড়ায় ‘প্যান্ট পকেট মিউজিয়াম’! মূলত আকৃতির কারণেই জাদুঘরটির এমন নামকরণ। বাসেলের ওল্ড টাউন এলাকার প্রায় ছয় শ’ বছর পুরোনো একটি বাড়ির দুই ফুট বাই দুই ফুট জানালায় সাজানো হয়েছে জাদুঘরটি। সুরক্ষা ও নিরাপত্তার জন্য বাইরে থেকে দেয়া হয়েছে লোহার গ্রিল। কয়েক মাস পরপরই জাদুঘরে যুক্ত হয় নতুন নতুন দর্শনীয় জিনিস। জাদুঘরটির দেখাশোনা করছে স্থানীয় একটি পরিবার। বাড়িটিতে ৩৫ বছর ধরে বসবাস করছেন তারা। আর জাদুঘরটি পরিচালনা করছেন ২৪ বছর ধরে। জাদুঘরের বেশিরভাগ জিনিসই তাদের নিজস্ব সংগ্রহ থেকে দিয়েছেন তারা। এছাড়া ব্যতিক্রমী জিনিস পেলে বাইরের মানুষের কাছ থেকেও জাদুঘরের জন্য জিনিস সংগ্রহ করেন তারা। জাদুঘরের প্রশাসনিক দায়িত্ব পালন করেন গৃহকত্রী দাগমার আর সৃজনশীল বিষয় দেখাশোনা করেন তার স্বামী ম্যাথিয়াস। ম্যাথিয়াস বলেন, আমি এই জাদুঘরের সৃজনশীল বিভাগের পরিচালক। আমার স্ত্রী প্রশাসনিক দিকটা সামলান। জাদুঘরে কি কি দেখানো হবে, সেটি আমার স্ত্রীই ঠিক করে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জাদুঘরের প্রচার চালানো, বিশ্বের নানা প্রান্তের আগ্রহী মানুষের প্রশ্নের উত্তর দেয়ার কাজ এসবও সে করে। সে জিনিস বাছাই করে দেয়, এরপর আমার দায়িত্ব হলো সেগুলোকে জাদুঘরে ঠিকঠাকভাবে জায়গা করে দেয়া। ছোট্ট এই জাদুঘরে পুরোনো হাতঘড়ি থেকে শুরু করে প্লাস্টিকের রোদচশমা, রুবিকস কিউব, খেলনা টেলিভিশন সবকিছুই আছে জাদুঘরে। আর আছে দাগমারের সবচেয়ে প্রিয় জিনিস বিভিন্ন আমলের রাজাদের ছোট মূর্তি। আছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের আদলে গড়া একটি টাওয়ারও ! আগ্রহ ছিল বলে ছোটবেলা থেকেই এসব জিনিস সংগ্রহ করতেন দাগমার। জমানো সেই জিনিসগুলো দিয়েই এখন তিনি খুলেছেন ছোট্ট এই জাদুঘর। -এনডিটিভি
×