ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ডাক্তারের স্ত্রী নিহত

প্রকাশিত: ০৯:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

 সাতক্ষীরায় সড়ক  দুর্ঘটনায়  ডাক্তারের স্ত্রী  নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে সাতক্ষীরা খুলনা সড়কে কুমিল্লায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফাতিমা খাতুন কুমিরা নওয়াকাটি গ্রামের গ্রাম ডাঃ আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী ডাক্তার আজিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার স্ত্রীকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামক পৌঁছালে পিছন দিক থেকে খুলনাগামী একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। স্বামী স্ত্রী দু’জন রাস্তায় ছিটকে পড়ে। পিকআপের ধাক্কায় স্ত্রী ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা মারাত্মক আহত স্বামীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। মাদারীপুরে কলেজ ছাত্র নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শিবচরে প্রতিবন্ধী পিতার একমাত্র ভরসা কলেজছাত্র রাকিব হোসেন (১৮) বুধবার সকাল ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রাকিব শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকার টিপু সিকদারের ছেলে ও সরকারী বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। জানা যায়, প্রতিদিনের মতো রাকিব তার মোটরসাইকেলে শারীরিক প্রতিবন্ধী বাবা টিপু সিকদারকে (সহকারী শিক্ষক, কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়) স্কুলে পৌঁছে দেন। সকালে তার বাবাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাঁঠালবাড়ি ঘাট এলাকার সীমানা নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা একটি লোকাল বাস তার মোটরসাইকলকে ধাক্কা দিলে রাকিব মোটর সাইকেলসহ রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এতে তার মাথা ও শরীরে মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×