ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি টাঙ্গাইলে গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৯

 না’গঞ্জে গণধর্ষণ মামলার প্রধান  দুই আসামি টাঙ্গাইলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- নারায়ণগঞ্জের ফতুল্লার ধাপাইদ্দাদপুরের মৃত এসএম সামাদের ছেলে মোঃ আব্দুল কাদের শান্ত (১৯) ও একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ (২৩)। এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব-১১ সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গত ২৮ আগস্ট রাতে এক কিশোরী (১৫) সরিষার তেল কিনতে দোকানে গেলে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৯ আগস্ট ওই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। বুধবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কাজী শমসের উদ্দিন জানান, গণধর্ষণের শিকার কিশোরী তার পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লার রেলস্টেশন এলাকায় বসবাস করছে। ওই কিশোরীর মা একটি প্লাস্টিক কারখানায় কাজ করে। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৮টায় ওই কিশোরী সরিষার তেল কিনতে একা তার বাসার পার্শ্ববর্তী মুদি দোকানে যায়। ওই সময় কিশোরীর পূর্ব পরিচিত মোঃ রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলস্টেশনের জোড়াপোল বালুর মাঠের নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরও ২/৩ জন মিলে ওই কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ওই কিশোরীকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
×