ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্কুলছাত্র হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৯:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৯

  কুষ্টিয়ায় স্কুলছাত্র  হত্যার দায়ে দুই  যুবকের  মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ সেপ্টেম্বর ॥ স্কুলছাত্র সোহাগ হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদ-সহ অপর তিন আসামির যাবজ্জীবন করাদ- ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারদ-াদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। মৃত্যু দ-প্রাপ্তরা হলো, ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের আবুল কালামের ছেলে রনি এবং মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে নাজমুল ইসলাম (পলাতক)। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত পলাতকরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস গ্রামের ইসলাম হোসেনের ছেলে রাব্বি, খলিল ওরফে নেংড়া খলিলের ছেলে রফিক ও কুমারগাড়া গ্রামের আজিজের ছেলে সুজা। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৯ অক্টোবর সকাল ৯টার দিকে কুষ্টিয়া টিটিসির নবম শ্রেণীর ছাত্র সোহাগ বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দু’দিন পর ১১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। এ ঘটনায় নিহত সোহাগের খালু কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×