ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই শিশুর ঠিকানা এখন ছোটমণি ডনবাস

প্রকাশিত: ০৯:৩৯, ৫ সেপ্টেম্বর ২০১৯

 সেই শিশুর ঠিকানা  এখন ছোটমণি  ডনবাস

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ অবশেষে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে পুলিশ প্রহরায় ঢাকার আজিমপুরের ‘ছোটমণি নিবাস’-এর নতুন ঠিকানায় যাত্রা করে অবহেলায় ফেলে রাখা নবজাতকটি। এর আগে কিশোরগঞ্জের আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল বারী কুড়িয়ে পাওয়া শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানোর আদেশ দেন। বুধবার দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। সমাজসেবা বিভাগের দু কর্মকর্তা শিশুটির সঙ্গে যাচ্ছেন। শিশুটিকে হস্তান্তরকালে হাসপাতালের উপপরিচালক ডাঃ সুলতানা রাজিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন এবং গণমাধ্যমকে বলেন, এ কদিন মায়ের ভালবাসা দিয়ে শিশুটিকে পরিচর্যা করা হয়েছে। কয়েকজন নার্স তাদের বুকের দুধ খাইয়েছে। আজ সে চলে যাচ্ছে। তাই খারাপ লাগছে। তবে দোয়া করি, সে যেন সবার ভালবাসা পেয়ে বেড়ে ওঠে। এ সময় সমাজসেবা অধিদফতরের উপপরিচালক কামরুজ্জামান খান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রবেশনাল অফিসার সালমা আক্তার, হাসপাতালের ডাক্তার, নার্স, আয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বিকেলে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষের সামনের সিঁড়িতে কাপড়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১৫ দিন বয়সী নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে আনোয়ারা নামে এক নারী কোলে তুলে নেন। পরে কর্তব্যরত নার্সদের বিষয়টি জানানোর পর শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
×