ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে নানাকে জবাই

প্রকাশিত: ০৯:৩৯, ৫ সেপ্টেম্বর ২০১৯

 জয়পুরহাটে নানাকে জবাই

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার করিমনগর গ্রামে নানা বেলাল হোসেন উদ্দিনকে (৬০) জবাই করে হত্যা করেছেন তার নাতি বায়েজিদ হোসেন। বুধবার এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানায়, প্রায় ৮/১০ বছর ধরে বায়েজিদ নানার বাড়িতে থেকে পাশর্^বর্তী একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বুধবার বেলাল উদ্দিন নিজ বাড়িতে বসে কাজ করছিলেন, এ সময় নাতি বায়েজিদ তরকারি কাটার বঁটি দিয়ে তার নানাকে জবাই করলে ঘটনাস্থলেই নানা বেলাল উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার সময় বায়েজিদের নানি, মামা ও মামি বাড়িতে ছিল না। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান, এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ আসামি বায়েজিদকে আটক করাসহ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। বগুড়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় স্বামীর হাতে নুরজাহান বেগম (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে। মঙ্গলবার রাতে নিজ ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ রাতেই হত্যাকা-ের অভিযোগে গৃহবধূর স্বামী শাহীন আলমকে (৩৪) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শাহীন আলম বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয়। তার বাড়ি বগুড়া সদরের কদিমপাড়া এলাকায়। নুরজাহান তার দ্বিতীয় স্ত্রী। গত মাসে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর তারা শাকপালা দীঘির পাড়া এলাকায় সাত্তার মিয়ার মেস বলে পরিচিতি একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকত। মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ঘরের বিছানায় নুরজাহানের হাত বাঁধা জবাই করা লাশ পায়। লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে হত্যাকা-টি ঘটে বলে পুলিশের ধারণা। হত্যার পর ঘরে তালা দিয়ে তার স্বামী পালিয়ে গিয়েছিল বলে পুলিশ জানায়। পরে ভোরে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর এলাকা থেকে শাহীন আলমকে গ্রেফতার করে। পাবনায় সেবিকা নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, শহরের শালগাড়িয়া মহল্লায় সানরাইজ ক্লিনিক ও হাসপাতালের সেবিকা সুমি খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে সুমি খাতুনের মরদেহ ওই হাসপাতালের এক কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। সুমি খাতুন আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সৈকত আলীর মেয়ে। এ ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বুধবার সকালে সেবিকা সুমি খাতুনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পাবনা সদর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পঞ্চগড়ে ছাত্রী স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পঞ্চগড় সদর উপজেলার জালাসী এলাকায় আরিফা আক্তার (৮) নামে ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। কিন্তু কি কারণে সে ফাঁসি লাগিয়েছে তার সদুত্তর দিতে পারেনি। আরিফা পঞ্চগড় পৌরসভার জালাসী হঠাৎপাড়া এলাকার রাজমিস্ত্রি আমিনুল ইসলামের তৃতীয় মেয়ে। সে জালাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সন্তানদের বাড়িতে রেখে হাসপাতালে এক স্বজনকে দেখতে যান আরিফার মা সেলিনা আক্তার। বাবা আমিনুল ইসলামও কাজ থেকে তখনও বাড়ি ফিরেননি। সেলিনা বাড়ি ফিরে দেখতে পান তার স্বামীর ঘরে ভেতর থেকে দরজা বন্ধ। বাবার সঙ্গে ওই ঘরেই ঘুমাত আরিফা। বার বার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোন সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে দেখতে পান খাটের স্ট্যান্ডের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে আরিফা। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, বোয়ালমারীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পালিয়ে গেছেন। মঙ্গলবার রাতে মীরা বেগম (১৮) নামে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে স্বামী রকিবুল ইসলামের (২৮) বাড়িতে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে। নাটোরে কলেজছাত্রী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বাগাতিপাড়া থেকে জাকিয়া সুলতানা সোনালী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকিয়া একই এলাকার সুমন আহমেদের মেয়ে ও লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী ছিল।
×