ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন দাবি

প্রকাশিত: ০৯:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

 সাতক্ষীরায়  জলাবদ্ধতা নিরসন  দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধতা নিরসনের সকল বাধা অপসারণের দাবি জানিয়েছে জেলা নাগরিক কমিটি। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী থেকে বক্তারা এই আহ্বান জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোঃ আনিসুর রহিম। মানববন্ধনের বক্তারা বলেন, প্রতিবছরই জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা জলাবদ্ধ হচ্ছে। মানুষের দুর্ভোগ দুর্গতি বেড়েই চলেছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ সহায় সম্পদ হারাচ্ছে। বহু মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। বক্তাদের অভিযোগ, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও সাতক্ষীরায় বাড়ছে। এর প্রধান কারণ জলাবদ্ধতা। বাসা বাড়ির আনাচে-কানাচে, খেলার মাঠ, শহরের বিভিন্ন বাড়ির পাশে থাকা পতিত জমি, ড্রেন-নর্দমাসহ ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। রোদে শুকানো ছাড়া অধিকাংশ ক্ষেত্রে পানি নিষ্কাশন হচ্ছে না। বক্তারা আরও বলেন, ডেঙ্গু মোকাবেলা করতেই জলাবদ্ধতা নিরসন দরকার।
×