ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীর স্কুল বন্ধ ॥ শনাক্ত হয়নি হুমকিদাতার পরিচয়

প্রকাশিত: ০৯:৩৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

 ছাত্রীর স্কুল বন্ধ ॥ শনাক্ত হয়নি হুমকিদাতার পরিচয়

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মোবাইলে বখাটের হুমকিতে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হওয়ার বিষয়ে থানায় জিডি করার পরও বখাটের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে, ভয়ে-আতঙ্কে বুধবারও স্কুলে যেতে পারেনি ওই ছাত্রী। ছাত্রীর বড় বোনের থানায় দায়ের করা জিডির তদন্তকারী অফিসার এসআই আবু সুফিয়ান জানান, মোবাইল নম্বরটি শনাক্তসহ হুমকিদাতার নাম ও পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। দু’একদিনের মধ্যে অপরাধীকে আমরা আটক করতে সক্ষম হব। তবে, পরিবার বলছে, কোরবানির ঈদের পর থেকে বখাটের ভয়ে তাদের মেয়ে স্কুলে যেতে পারছে না। এখন পর্যন্ত হুমকিদাতাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ছাত্রীর বড় বোন হোসনে আরা জানান, এক মাস আগে থেকে ০১৯৩০৩৪৭০৩৫ নম্বর থেকে আমার ফোনে ছোট বোনকে স্কুল যাওয়ার পথে তুলে নেয়ার হুমকি ছাড়াও নানা অশ্লীল ভাষায় ক্ষুদে বার্তা পাঠানো শুরু করে। আমি তার পরিচয় জানতে চাইলে ফোনের অপরপ্রান্ত থেকে বলে তোর বোনকে তুলে নিলেই আমার পরিচয় পাবি আমি কে। ওই হুমকিতে আমরা পরিবারের সবাই উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। নিরুপায় হয়ে থানায় জিডি করি। জানা যায়, সদর উপজেলা চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে ওই ছাত্রী। বাবা পেশায় কৃষক। বাড়ি চাকলাহাট ইউনিয়নের মেহেরপাড়া গ্রামে। ছাত্রীর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব ৫ কিলোমিটার।
×