ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদকসহ জব্দ মোটরসাইকেল রাতের আঁধারে ছেড়ে দিল পুলিশ

প্রকাশিত: ০৯:৩৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

 মাদকসহ জব্দ  মোটরসাইকেল  রাতের আঁধারে  ছেড়ে দিল  পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদক ও মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতারের একদিন পরই রাতের আঁধারে মোটরসাইকেল ফেরত দিয়েছে জেলার বাঘা থানা পুলিশ। এ নিয়ে আসামির পরিবারকে টাকার বিনিময়ে মোটরসাইকেল হস্তান্তর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাঘা থানার এসআই সইবুর রহমান গোপন আঁতাতের মাধ্যমে মোটরসাইকেলটি হস্তান্তর করেন। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দুপুরে বাঘা উপজেলার আলাইপুর সীমান্ত থেকে ১০ ইয়াবা এবং একটি ১২৫ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ (রাজশাহী-ল ১১-১২৭৮) ওই গ্রামের খাকছারের ছেলে মিজান ও চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের সাদেক আলীর ছেলে বাদশাকে গ্রেফতার করে এসআই সইবুর রহমান। এ নিয়ে ওই রাতেই থানায় মামলা হয়। আসামিকে পরদিন সকালে চালানও দেয়া হয়। কিন্তু মামলার কপিতে রহস্যজনক কারণে আলামত হিসেবে মোটরসাইকেলটি বাদ রাখা হয়। কারণ পূর্ব থেকে টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ছেড়ে দেয়ার শর্ত বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে পত্রিকায় সংবাদ না ছাপার অনুরোধ জানিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে দারগা সইবুর বলেন, দেড় মাস আগে বিদায় নেয়া ওসি মহসিনের সঙ্গে ওই আসামির একটা ঘটনা ছিল। এ কারণে খুব অল্প টাকায় মোটরসাইকেলটি দিয়ে দেয়া হয়েছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, থানা থেকে অর্থের বিনিময়ে চোরাকারবারির মোটরসাইকেল হস্তান্তরের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।
×