ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৮:৪৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

 সংক্ষিপ্ত সংবাদ

‘কাশ্মীর রেখে অর্থনীতির হাল ধরুন’ ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পর থেকেই প্রতিবাদ শুরু করে পাকিস্তান। একাধিকবার যুদ্ধের হুমকি দেয়া হয়েছে। পরমাণু যুদ্ধের কথা বলা হয়েছে। জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ তুলেছে দেশটি। পাক প্রধানমন্ত্রী ইমরান খান একাধিকবার বলেছেন, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক জনমত তৈরি করবেন। এর মধ্যেই দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি কিশোরের বক্তব্য। এক টিভি চ্যানেলের ক্যামেরার সামনে সে ইমরানের উদ্দেশে বলেছে, কাশ্মীর নিয়ে অত হইচই করে কী হবে? দেশের অর্থনীতি তো ভেঙ্গে পড়ার মুখে। আগে অর্থনীতির হাল ধরুন। ইমরানের আমলে অর্থনীতির হাল আগের চেয়ে অনেক খারাপ হয়েছে। -এনডিটিভি পাকিস্তানে ৬ জঙ্গী নিহত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যৌথবাহিনীর অভিযানে দুই আত্মঘাতী বোমা বহনকারীসহ ছয়জন জঙ্গী নিহত হয়েছেন। নিহত ৬ সন্ত্রাসীর মধ্যে একজন নারীও রয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে চার নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন। বুধবার সকালে কোয়েটার কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং ইন্টেলিজেন্স এজেন্সির সমন্বয়ে কোয়েটার ইস্টার্ন বাইপাস অঞ্চলে এই অভিযান চালানো হয়। -এএফপি ইরানের মহাকাশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা গোপনে মিসাইল তৈরি কার্যক্রম চালানোর অভিযোগ তুলে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার ওপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এবং এর দুটি ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।-এনডিটিভি পুতিন-মোদি বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার ভøাডিভস্টকে বৈঠক করেন। বৈঠকে উভয়ে দু’দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য জোরদার এবং বিশেষ করে জ্বালানি ও অস্ত্র চুক্তি নিয়ে কথা বলেন। ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে আজ বুধবার এ দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়। ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে পশ্চিমা অবরোধের পরিপ্রেক্ষিতে এশীয় দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ২০১৫ সাল থেকে রাশিয়া ভ্লাডিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের আয়োজন করে আসছে। -তাস
×