ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীর থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার করা হবে ॥ অমিত শাহ

প্রকাশিত: ০৮:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

 কাশ্মীর থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার করা  হবে ॥  অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার আশ্বাস দিয়েছেন যে, আগামী ১৫-২০ দিনের মধ্যে কাশ্মীর উপত্যকা থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার করে নেয়া হবে। এনডিটিভি। কেন্দ্রের আশা, বাড়তি নিরাপত্তারক্ষী সরিয়ে নেয়া শুরু করলেই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে কাশ্মীর। এর মধ্যেই মঙ্গলবার সেনাবাহিনীর ভর্তি পরীক্ষায় পুরো কাশ্মীর থেকে প্রায় ২৯ হাজার যুবক অংশ নেয়ায় বেশ উৎসাহী কেন্দ্র। শাসক দল মনে করছে, কাশ্মীরী যুবকদের চাকরির সুযোগ দিতে পারলে এমনিতেই বিচ্ছিন্নতাবোধ এবং সন্ত্রাসবাদ কমে আসবে। কিন্তু এর পাশাপাশি দিল্লী থেকে শ্রীনগরে ফিরেই ফের গৃহবন্দী হয়েছেন শহরের মেয়র জুনেইদ মাট্টু। ৫ আগস্ট তাকে গৃহবন্দী করা হয়। এরপর চিকিৎসার জন্য দিল্লী যেতে দেয়া হয় তাকে। সেখানে এক সাক্ষাতকারে কাশ্মীরে ধরপাকড় এবং রাজনীতিকদের আটক করার নিন্দা করেন তিনি। তার মতে, উপত্যকা স্বাভাবিক হওয়ার আশা একেবারেই অবাস্তব। কেন্দ্র বাড়তি বাহিনী সরিয়ে উপত্যকায় ছন্দ ফেরানোর আশা করলেও সেখানকার পঞ্চায়েত প্রধান ও সদস্যরা কিন্তু নিরাপত্তার অভাবে ভুগছেন। মঙ্গলবারের বৈঠকে তাদের বড় অংশই নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। তারা বলছেন, প্রাণের ঝুঁকি নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। তাদের ও পরিবারের নিরাপত্তার দিকটিও সরকার দেখুক। পঞ্চায়েত সদস্যদের ওপর হামলার যে আশঙ্কা রয়েছে, তা মেনে নিয়েছেন অমিত শাহ। আগামীদিনে তাদের নিরাপত্তারক্ষী দেয়ার পাশাপাশি দু’লাখ টাকার জীবন বীমা করানোর বিষয়েও প্রাথমিকভাবে রাজি হয়েছেন তিনি।
×