ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে রতন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:২১, ৪ সেপ্টেম্বর ২০১৯

মানিকগঞ্জে রতন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ রতন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকী। মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। জানা গেছে, ২০১০ সালে ৯ মার্চ রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামে বিশু মিয়ার ছেলে বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক রতন (২২) খুন হয়। রতনের মোবাইলের সূত্রে ধরে মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে মোজাফফরের ছেলে আসামি মাসুদ ও বগুড়া জেলার তারাকান্দি গ্রামের বদিউজ্জামানের ছেলে আসামি ছানোয়ারকে ২০১০ সালে ৫ মে গ্রেফতার করে পুলিশ। আসামিরা রতনকে হত্যা করা কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেন ব্যক্তিগত শত্রুতার জের ধরে মোবাইল ফোনে রতনকে ডেকে নিয়ে যাওয়া হয়। রতনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। হত্যার পর রতনের মোবাইল ফোন সেট নিয়ে যায় আসামিরা। বিদ্যুতস্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ সেপ্টেম্বর ॥ শিবচরে একটি স্কুলের নির্মাণাধীন ভবনের দোতলার ছাদ থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, শিবচর পৌরসভার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়া আক্তার (১৪) প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্কুলে যায়। স্কুলে গিয়ে মারিয়া বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদে ওঠে। এ সময় অনবধানবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের সঙ্গে মারিয়া স্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেয়াকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক মারিয়াকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। মারিয়া শিবচর পৌরসভার শ্যামাইল মৃধাকান্দি গ্রামের ইব্রাহীম বেপারীর মেয়ে।
×