ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে হামলাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৯:২০, ৪ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালীতে হামলাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ সেপ্টেম্বর ॥ বেগমগঞ্জ উপজেলার মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে ও শিক্ষকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মঙ্গলবার সকালে মজুমদারহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী-ঢাকা সড়কের মজুমদারহাটে মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দেয়া তারা অবরোধ তুলে নেয়। জানা গেছে, মীরকাশেম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা প্রায় সময় বখাটেদের হাতে ইভটিজিংয়ের শিকার হয়। প্রতিবাদ করলে সন্ত্রাসীরা উল্টো হুমকি-ধমকি দিয়ে থাকে। ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিক্সা ছিনতাই স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মধ্য দাপুনিয়া এলাকায় সোমবার রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে চালক মোশাররফ হোসেনকে (৩৫) হত্যার পর সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ রাতেই মোশাররফ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। পঞ্চগড়ে ভ্যানচালক স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকায় রাস্তার পাশের একটি পুকুর থেকে জয়নুল হক (৪০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ওই ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। জয়নুল হক একই ইউনিয়নের দলুয়াপাড়া এলাকার আজিজুল হকের ছেলে। জামালপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, সরিষাবাড়ী উপজেলায় আবুল কালাম (৫০) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মহাদান ইউনিয়নের ঝিঙ্গারভিটা উচ্চগ্রামের নিজ বাড়ি থেকে সোমবার রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার ভোরে বাড়ির কাছেই ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কৃষক ঝিঙ্গারভিটা উচ্চ গ্রামের মৃত মাজম আলী চৌকিদারের ছেলে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশটি জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
×