ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আগুনে দুজনের মৃত্যু ॥ ৪ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৯:১৯, ৪ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারে আগুনে দুজনের মৃত্যু ॥ ৪ দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু গর্জনিয়া বাজারে অগ্নিকা-ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑ মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৩) ও ওই দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৬)। নিহত ফিরোজ আহমদ কচ্ছপিয়া ছোট জামছড়ি এলাকার লাল মিয়ার পুত্র এবং কর্মচারী আনোয়ার হোসেন একই এলাকার শুকমনিয়া গ্রামের নুর কাদেরের পুত্র। সোমবার মধ্যরাতে এ অগ্নিকা-ে ৪ দোকান পুড়ে গেছে। অগ্নিকা-ে নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার মালামাল। গর্জনিয়া বাজারের ব্যবসায়ী নুরুল কবির জানান, নিহত ফিরোজ আহমদের মুদির দোকান থেকে আকস্মিক অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত তিনটায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাজারের ৪ দোকান পুড়ে যায়। এদিকে ফিরোজ আহমদের দোকানের সামনে রাখা মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দোকানে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিরোজ আহমদের মুদির দোকান, দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আবদুল করিম ও মনির আহমদের চাউলের দোকান রয়েছে। আশুলিয়ায় সুতার গুদামে আগুন সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারের আশুলিয়ার একটি সুতার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শিমুলতলায় জামান মিরের মালিকাধীন একটি সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকায় জামান মিরের সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ডিমলায় ১০ ঘর স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সৃষ্ট অগ্নিকা-ে তিন পরিবারের ১০টি টিনের ঘর, আসবাবপত্র, নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ডালিয়া তালতলা গ্রামে। এলাকাবাসী জানায় গ্রামের আদর্শ কৃষক অহিদুল ইসলামের বাড়ির পল্লী বিদ্যুতের সংযোগকৃত লাইনটির তার ছিঁড়ে গেলে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এতে অহিদুলের বাড়ির ছয়টি টিনের ঘর, আসবাবপত্র, এক লাখ টাকা পুড়ে যায় ও অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগলের মৃত্যু হয়। এ ছাড়া গ্রামের রশিদুলের বাড়ির তিনটি ও মোকছেদ আলীর বাড়ির একটি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়। খালিশাচাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠিতে ১৩ দোকান নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলায় আগুনে ১৩ দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ঝালকাঠি-বরিশাল সড়কের পাশে শ্রীরামপুর বাজারে অগ্নিকা-ে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেলে দমকল বাহিনী ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মুদি, হোটেল, জুতা, লন্ড্রি হার্ডওয়ারের দোকান পুড়েছে। দমকল বাহিনীর মতে, ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা হলেও ক্ষতিগ্রস্ত দোকান মালিক বাচ্ছু খান, নজরুল খান, আঃ হালিম, মোঃ বাবুল, আইয়ুব আলী ও রেজাউল করিম ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে। এদিকে বিনয়কাঠী ইউনিয়নের রত্তন মার্কেট অগ্নিকা-ে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ২টায় সদর উপজেলা বিনয়কাঠী ইউনিয়নের রত্তন মার্কেট মুদি দোকানে এ অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং এর কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েলে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
×