ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৯

টুকরো খবর

রাবিতে অভিযান ॥ ১২ জুয়াড়ি আটক রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে বহিরাগতসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবে প্রায় অর্ধশতাধিক কর্মচারীসহ বহিরাগতরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে জুয়া খেলছিল। রুম থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করা হয়। জুয়া খেলা বিষয়টি স্বীকার করে রাবির চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হাসান বলেন, এখানে খুবই অল্প পরিমাণ বাজিতে জুয়া খেলা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোতে আরও বড় বাজিতে জুয়া খেলা হয় সেখানে পুলিশ বা প্রক্টর অভিযান পরিচালনা করতে পারে না। আমরা ইউনিয়নের বৈঠক ডেকেছি। বৈঠক শেষে আমাদের কর্মসূচী ঘোষণা করব। প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ সেপ্টেম্বর ॥ একাধিক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) এসএম ফারুক স্বাক্ষরিত এ বরখাস্তের আদেশ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিস বরাবর প্রেরণ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী গত ২৪ আগস্ট বিদ্যালয় ঘেরাও করে তার শাস্তি দাবি করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বাসার বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পান। ২৮ আগস্ট এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়। কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ সেপ্টেম্বর ॥ কালকিনিতে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন। মঙ্গলবার সকালে ওই সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলার সাহেবরামপুর বাজারের পাসে গুরুত্বপূর্ণ খাল দখল করে ওই এলাকার বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে শতাধিক দোকান ঘড় নির্মাণ করেন। পরে জেলা নির্বাহী মেজিস্ট্রেট শাহরিয়ার ও উপজেলা সহকারী কমিশন ভূমি (এ্যাসিল্যান্ড) আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
×