ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওয়াপাড়া সড়কে চলছে চাঁদাবাজি

প্রকাশিত: ০৯:১৬, ৪ সেপ্টেম্বর ২০১৯

নওয়াপাড়া সড়কে চলছে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়া এলাকায় সড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। থামছে না কিছুতেই। চাঁদা না দিলে নাজেহালের শিকার হচ্ছে শতশত যানবাহন চালক। চাঁদাবাজদের কাছে অসহায় হয়ে পড়েছেন মোটর যান চালকেরা। জানা গেছে, নওয়াপাড়ায় মোটর শ্রমিক সংগঠনের নামে নওয়াপাড়া বেঙ্গল গেট রেলক্রসিং এলাকায় প্রকাশ্যে যানবাহন প্রতি ৬০ টাকা করে আদায় করছে। নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, নছিমন-করিমন ও আলম সাধু থেকে সিøপের মাধ্যমে ৬০ টাকা করে চাঁদা আদায় করা হয়। বগুড়া থেকে নওয়াপাড়ায় সার নিতে আসা ট্রাক চালক আব্দুর রাজ্জাক বলেন, জোরপূর্বক তার কাছ থেকে একটি সিøপ দিয়ে ৬০ টাকা নিয়েছে দুই যুবক। টাকা দিতে দেরি হওয়ায় লাঞ্চনার শিকারও হতে হয়েছে তাকে। নাম প্রকাশ না করার শর্তে এক মোটর শ্রমিক নেতা জানান, খুলনা বিভাগীয় ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান থেকে ২০ টাকা করে চাঁদা নেয়ার কথা থাকলেও অতিরিক্ত ৪০ টাকা কি কারণে নেয়া হচ্ছে তা তিনি জানেন না। পথচারী ও শিক্ষার্থীরা জানায়, বেঙ্গল গেট রেলক্রসিং এলাকায় চাঁদা আদায়কালে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ। প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি চললেও পুলিশের ভূমিকা রহস্যজনক। তারা ক্ষোভের সঙ্গে জানায়, নওয়াপাড়া হাইওয়ে থানার সন্নিকটে এভাবে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদাবাজি চললেও পুলিশ এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।
×