ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদাতা, পটুয়াখালী, ৩ সেপ্টেম্বর ॥ সরকারের উন্নয়নমূলক কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানকে স্থানীয় বশির উদ্দিন সিকদার গংয়ের বাধা প্রদান, চাঁদা দাবি ও বিভিন্ন হুমকি-ধমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে বাজারঘোনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে পটুয়াখালী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুস শাহাদাত ট্রেডার্সের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মনিরুজ্জামান টিটু। তিনি সাংবাদিকদের জানান, ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বরিশাল বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার পাটুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আছমত আলী জুনিয়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য গত ২৯ মার্চ এলজিইডির কার্যাদেশ পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুস শাহাদাত ট্রেডার্সের প্রতিনিধি হিসেবে তিনি কাজ শুরু করেন। বর্তমানে কাজের এক-চতুর্থাংশ সম্পন্ন হয়েছে। কাজটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে নিতে না পেরে সাবেক ইউপি চেয়ারম্যান ও ঠিকাদার বশির উদ্দিন সিকদার কাজ বন্ধ করতে বাধা প্রদান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দফতরে অভিযোগ দাখিল, মামলা, চাঁদা দাবি, হুমকিসহ নানা চেষ্টা চালাচ্ছেন। বশির গংয়ের এহেন অপতৎপরতায় কাজটি বিলম্বিত হচ্ছে এবং এলাকাবাসী এর সুফল ভোগ করা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের এ উন্নয়ন কর্মকা-ে বাধা প্রদানকারী বশির গংয়ের এহেন অপতৎপরতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।
×