ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভয়নগরে ঘর পাচ্ছে ১৮৬ পরিবার

প্রকাশিত: ০৯:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

অভয়নগরে ঘর পাচ্ছে ১৮৬ পরিবার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘শেখ হাসিনা আমারে ঘর করে দেচ্ছে, আল্লাহ তুমি তারে শত বছর বাঁচায়ে রাখো, তুমি তার খিয়াল রাইখো।’ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় একটি ঘর পেয়ে এভাবেই বলছিলেন যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মৃত আঃ গফুর শেখের স্ত্রী ফিরোজা বেগম। ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ’ কর্মসূচীর আওতায় অভয়নগর উপজেলায় গৃহহীনদের জন্য ১শ’ ৮৬টি নতুন গৃহনির্মাণের (আশ্রয়ণ প্রকল্প-২) কাজ দ্রুত এগিয়ে চলছে। শুধু গৃহ নয়, সঙ্গে একটি করে স্যানিটারি ল্যাট্রিনও রয়েছে। অভয়নগরের গ্রাম ঘুরে দেখা গেছে, ঘরের অবকাঠামোগুলো তৈরির কাজ চলছে। ঘরের পিলার স্থাপন, মেঝের কাজ শেষ হয়েছে। টিন দিয়ে চলছে ঘর ও ল্যাট্রিনের ছাউনিসহ দেয়ালের কাজ। অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, একটি গৃহ ও স্যানিটারি ল্যাট্রিন নির্মাণের জন্য সরকারী বরাদ্দ ১ লাখ টাকা। ২শ’ ৫৬ বর্গফুট জমিতে গৃহসহ বারান্দা নির্মিত হচ্ছে। ল্যাট্রিন আলাদা। উপজেলার ৮ ইউনিয়নে ১শ’ ৬৩টি ও নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩ পরিবার তাদের নিজ জমিতে সরকারের দেয়া নতুন বাসগৃহ ও স্যানিটারি ল্যাট্রিনের সুবিধা পেতে যাচ্ছেন। নির্মাণ কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, উপজেলার প্রেমবাগ ইউনিয়নে ২১টি, সুন্দলী ইউনিয়নে ১৮টি, চলিশিয়া ইউনিয়নে ৮টি, পায়রা ইউনিয়নে ২১টি, শ্রীধরপুর ইউনিয়নে ১৭টি, বাঘুটিয়া ইউনিয়নে ১৩টি, শুভরাড়া ইউনিয়নে ২০টি, সিদ্ধিপাশা ইউনিয়নে ৪৫টি, নওয়াপাড়া পৌরসভা এলাকায় ২৩টি গৃহ ও ল্যাট্রিন নির্মাণের কাজ চলমান আছে। স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে উল্লেখ করে নির্মাণ ও ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ২০১৮-১৯ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পে গৃহহীনদের গৃহনির্মাণ কাজ চলছে। প্রেরিত প্ল্যান, ডিজাইন ও প্রাক্কলন মোতাবেক গুণগতমান বজায় রেখে গৃহহীনদের ঘর ও স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করা হচ্ছে। বাছাইকৃত শতভাগ সুবিধাভোগী পরিবারের বসবাস জরাজীর্ণ ভাঙ্গা ঘরে। তাদের জমি আছে কিন্তু গৃহ নির্মাণের সামর্থ্য নেই। এমন লোকদের বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে।
×