ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হার্ভার্ডে গেল সেই কিশোর

প্রকাশিত: ০৯:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৯

হার্ভার্ডে গেল সেই কিশোর

লেবাননে বসবাসরত ১৭ বছর বয়সী ফিলিস্তিনী কিশোর ইসমাইল আজওয়াইর জন্য আমেরিকার দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল। তবে মেধাবী এই কিশোর স্কলারশিপ নিয়ে হার্ভার্ডে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে। তার লেখাপড়ার ব্যয়ভার বহন করবে অমুনাফাভোগী প্রতিষ্ঠান এমিডইস্ট। ফেসবুকে মন্তব্যের জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ বন্ধ হয়েছিল। ব্যক্তিগত মতামতের জন্য লেখাপড়ার সুযোগ বন্ধ হবে না বলে তার পরিবার আশা প্রকাশ করেছে। -ফক্স নিউজ গুগল ছাড়া স্মার্টফোন গুগল ছাড়া স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। মেট ৩০ ব্র্যান্ডের ওই ফোন চলতি মাসে আরও পরের দিকে জার্মানির মিউনিখে কিনতে পাওয়া যাবে। চীনা মালিকানাধীন কোম্পানিটি যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ার পর তাদের নতুন স্মার্টফোনে ইউটিউব, গুগল বা গুগল ম্যাপ থাকছে না। মে মাসে ওয়াশিংটন হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। এর ফলে কোন মার্কিন প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে প্রযুক্তি বা সফটওয়্যার বিক্রি করতে পারে না। -সিএনএন
×