ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও তালেবান

প্রকাশিত: ০৯:০৬, ৪ সেপ্টেম্বর ২০১৯

চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও তালেবান

আফগানিস্তানে যুদ্ধ অবসানে তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মার্কিন এক প্রতিনিধি বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ (১৮ বছর ধরে চলছে) অবসানে কূটনীতিকরা একেবারে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছেন। সোমবার আফগান নেতাদের যুক্তরাষ্ট্র-তালেবান সমঝোতা চুক্তির খসড়া দেখানো হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে চূড়ান্ত সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনার আরেকটি পর্বের পর এ খসড়া দেখানো হলো। আফগানিস্তানে যুদ্ধ অবসানে কাতারে এ পর্যন্ত নয়বার মিলিত হয়েছে দুই পক্ষ। ২০০১ সালে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আল-কায়েদার হামলার পর যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যুদ্ধ শুরু হয়। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ফলে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়া তালেবান সরকার উৎখাত হয়। তালেবান ‘যুক্তরাষ্ট্রের পুতুল’ হিসেবে আফগান সরকারকে অভিহিত করলে তারা সমঝোতার বাইরে চলে যায়। মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ আলোচনার অগ্রগতি সম্পর্কে জানাতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে সাক্ষাত করেন। -স্কাই নিউজ
×