ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করবে না

প্রকাশিত: ০৯:০৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তান প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করবে না

পাকিস্তান প্রথমে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার তিনি এ মন্তব্য করেন। এর আগে অবশ্য পরমাণু যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ইমরান খান। এখন তার এ ঘোষণাকে ইউটার্ন হিসেবে দেখা হচ্ছে। ৫ আগস্ট ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লীর চরম উত্তেজনা সৃষ্টি হয়। -ডন ও ইন্ডিয়া টুডে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘দুটি দেশই পরমাণু শক্তিধর। আর এই উত্তেজনা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে বিশ্ব বিপদাপন্ন হতে পারে। তবে আমরা কখনই এটা প্রথম ব্যবহার করব না।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। আগস্টের প্রথম থেকে অচলাবস্থা বিরাজ করছে সেখানে। প্রায় বন্দী করে রাখা হয়েছে কাশ্মীরের জনগণকে। বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এখন থেকে সেখানে জমি কিনতে পারবে ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও। দিল্লী বলছে, এই পরিবর্তন কাশ্মীরের উন্নয়নে সাহায্য করবে এবং সবার জন্য সুবিধা হবে। কিন্তু বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তে এ অঞ্চলের বাসিন্দাদের ক্ষুব্ধ করে তুলেছে। আর এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং এ উপত্যকায় নৃশংসতা চালানোর অভিযোগ এনে ভারতের কার্যকলাপের নিন্দা জানিয়েছেন। তিনি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে বিশ্বব্যাপী কূটনেতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ইমরান আগেও বলেছেন, পরমাণু শক্তিধর দুইদেশের মধ্যে ভুল বোঝাবুঝি বিশ্বকে বিপদাপন্ন করে তুলতে পারে। কাশ্মীর দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ হয়ে আছে। উভয় দেশই কাশ্মীরের কিছু এলাকা শাসন করে আসছে এবং পুরো কাশ্মীরই নিজেদের বলে দাবি করে আসছে।
×