ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেক্সাসে গুলিবর্ষণের পরও শিথিল আগ্নেয়াস্ত্র আইন

প্রকাশিত: ০৯:০৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

টেক্সাসে গুলিবর্ষণের পরও শিথিল আগ্নেয়াস্ত্র আইন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক মাসের মধ্যে দুইবার নির্বিচারে গুলিবর্ষণের পরও অঙ্গরাজ্য সরকার নিয়ম কানুন কিছুটা শিথিল করে নতুন আগ্নেয়াস্ত্র আইন করেছে। শনিবার বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হওয়ার একদিন পর অস্ত্র আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর এর পক্ষে সাফাই গেয়েছেন টেক্সাসের গবর্নর গ্রেগ এ্যাবোট। নতুন এই আইনে অস্ত্রের মালিকানা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রবীণ নিবাস, এ্যাপার্টমেন্ট ভবন ও প্রার্থনা কেন্দ্রে অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এই আইনের প্রস্তাবকরা যুক্তি দিয়েছেন যে, হুমকি মোকাবেলায় জনগণকে সুযোগ দিতে চান তারা। অন্যদিকে সমালোচকরা বলছেন, অস্ত্রের সহজলভ্যতার ফলে মানুষ আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে। শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন আইন সম্পর্কে প্রশ্ন করা হলে এ্যাবোট যুক্তি দেখান যে, অস্ত্র নিয়ন্ত্রণ শিথিল করা এবং নির্বিচারে হত্যাকা- প্রতিরোধ একে অপরের পরিপূরক নয়। যেসব লোক নতুন আইন দেখবে এবং বলবে টেক্সাস ভুল পথে হাঁটছে, তাদের আপনি কি বলবেন এ প্রশ্নের জবাবে হাউস বিল ১৩৮৭’র উল্লেখ করে এ্যাবোট বলেন, ‘আমাদের সমাজকে নিরাপদ করার জন্য এ ধরনের কিছু আইন করা হয়েছি।’-এনবিসি
×